মেহেদি ডিজাইন ২০২২ঃ এখানে ১০টি সেরা মেহেদি ডিজাইনের পিকচার দেওয়া আছে যেমন ধরুন ব্রাইডাল ডিজাইন, হালকা ডিজাইন, পায়ের ডিজাইন, মেহেদি ডিজাইন ২০২২, ঈদের মেহেদি ডিজাইন, ছেলেদের মেহেদি ডিজাইন, ইত্যাদি । আপনি কি কোন অনুষ্ঠানের জন্য সিম্পল কোন নকশার ছবি খুজছেন? এই পোষ্টে আপনি ২০২২ সালের সেরা মেহেদি ডিজাইনের ছবি গুলো পেয়ে যাবেন, তাই সম্পূর্ন পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
সেরা ১০+ মেহেদি ডিজাইনের ছবি ২০২২
অনেকেই মেহেদি দেওয়ার জন্য ভালো ডিজাইন খুজতে থাকেন। কিন্তু নিজের পছন্দ মত ডিজাইন পান না। মেহেদি এর ডিজাইন স্থান কাল ও পাত্র ভেদে আলাদা হয়ে থাকে। তারই জন্য মন মত খুজে পেতে সমস্যা হয়। এই আর্টিকেল থেকে আপনি একটি ভালো ধারণা পাবেন আপনার কোন ধরনের ডিজাইন প্রয়োজন। সাথে সেরা ১০ টি মেহেদি ডিজাইন ছবি ও পেয়ে যাচ্ছেন এখান থেকেই।
মেহেদি ডিজাইন
উপমহাদেশ এর মেয়েদের সাজগোজ এর অন্যতম একটি উপাদান হচ্ছে মেহেদি । বর্তমানে বহির্বিশ্বে ও মেয়েদের পছন্দের একটি সাজগোজ এর উপাদান মেহেদি। বিয়ে, ইদ ,পূজা ,জন্মদিন সহ সকল অনুষ্ঠান এবং অনুষ্ঠান ছাড়াও মেহেদির ব্যবহার দেখা যায় ।
প্রথমত মেহেদি হচ্ছে একটি প্রাকিতিক উপাদান । যার অনেক গুন আছে । বহু আগে থেকে তাই মেহেদি এর ব্যবহার হয়ে আসছে । আগে ছেলে মেয়ে উভয় ই হাতে আঙ্গুল এর মাথা তে ও হাতের তালু তে মেহেদি দিত । কিন্তু যুগের পরিবর্তনে অনেক আধুনিক ডিজাইন আসছে । বর্তমানে অনেক রকমের মেহেদির ডিজাইন আছে । যেমনঃ ব্রাইডাল ডিজাইন, বর্ডার ডিজাইন, পেইসলি ডিজাইন, ফ্লোরাল নকশা, হালকা মেহেন্দি ডিজাইন, ইত্যাদি।
- ব্রাইডাল ডিজাইন
- বর্ডার ডিজাইন
- পেইসলি ডিজাইন,
- ফ্লোরাল নকশা
- শোল্ডার মেহেদি ডিজাইন
- লাইনস এন্ড প্যাটার্নস ডিজাইন
- ময়ুর ডিজাইন
- হালকা মেহেন্দি ডিজাইন
মেয়েদের নিকট মেহেদি তাদের সাজগোজের একটি অন্যতম অংশ। এজন্য তাদের মেহেদি ডিজাইন যেন ভীষণ মনোরম এবং ইউনিক হওয়া চাই। এই চিন্তাভাবনা থেকে কিছু মেহেদি ডিজাইন এর ছবি নিচে প্রদান করা হলো।
ব্রাইডাল মেহেদি ডিজাইন
ব্রাইড বা কনে অর্থাৎ বিয়েতে যেরকম ডিজাইন ব্যবহার করা হয়ে থাকে তাকে ব্রাইডাল ডিজাইন বলে। সাধারণত বেশ জটিল ডিজাইন যা ট্রেনিং প্রাপ্ত বিউটিশিয়ান দিয়ে করা লাগে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, অ্যারাবিক সহ আরও কিছু ব্রাইডাল ডিজাইন আছে। ব্রাইডাল মেহেদি ডিজাইন খুবই আকর্ষণীয় হয়। এবং অনেক সময় লাগে দিতে ।
হালকা মেহেদি ডিজাইন
সবার কাছে প্রিয় হালকা ডিজাইন। কারণ হচ্ছে অল্প সময় এ এরকম ডিজাইন করা যায়। এখানে এক ফুল , এক লতা, এক আঙ্গুল, চাঁদ তারা, লাভ শেপ , নাম, অক্ষর ইত্যাদি আরও ডিজাইন আছে। তবে বাংলাদেশে হালকা ডিজাইন এর মধ্যে কুলা, কলস, ঢেঁকী, গরু ইত্যাদি আরও অনেক গ্রাম্য সামগ্রী এর ছবি থাকতে পারে।
অনেকে পায়ে মেহেদি দিতে পছন্দ করেন । পায়ে মেহেদি সাধারণত বিয়ে তে দেওয়া হয় বলে ডিজাইন গুলো একটু জটিল হয়। কিন্তু সহজ কিছু ডিজাইন ও আছে যা সবসময় দেওয়া যায়। পায়ে মেহেদি ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মেহেদি এর রঙ যেন ঘন হয়। নতুবা খুব দ্রুত তা উঠে যাবে।
নতুন মেহেদি ডিজাইন ২০২২
প্রতি বছর ই নতুন কিছু ডিজাইন দেখা যায়। সবাই ই ইউনিক ডিজাইন খুজতে থাকেন। আধুনিক সময়ে অনেক রকমের মেহেদি দেওয়ার উপকরণ আছে, যা দিয়ে অনেক জটিল ডিজাইন ও সহজে করা জায়। তাই ট্রেন্ডিং ডিজাইন গুলো দেখতে জটিল মনে হলেও তা দেওয়া সহজ। মেহেদি ডিজাইন 2022 এর ট্রেন্ডিং কিছু ডিজাইন তুলে ধরা হয়েছে এখানে।
ঈদের মেহেদি ডিজাইন
ঈদ মানে আনন্দ খুশি এই খুশির সময় সকল মেয়েরা তার সৌন্দর্য প্রকাশের জন্য নানা ধরনের সাজগোজ করে থাকে। মেহেদী ছাড়া মেয়েদের সাজগোজ যেন অসম্পূর্ণ থেকে যায় । ইদের ডিজাইন এ ইদের চাঁদ, তারা, মিনার, গম্বুজ, গরু(কুরবানির সময়), আরবি হরফ সহ আরও অনেক রকমের ডিজাইন দেখা যায়।
ছেলেদের মেহেদি ডিজাইন
ঈদ উপলক্ষে অনেক ছেলে হাতে মেহেদি দিয়ে থাকেন।মেহেদি সচরাচর মেয়েরাই বেশী দিয়ে থাকে, তবে মেয়েদের পাশাপাশি কিছু ছেলেরাও হাতে মেহেদি দিতে পছন্দ করে। ছেলেদের মেহেদি হয় সহজ ডিজাইন এর। কিন্তু বিয়েতে ছেলেদের ডিজাইন ও অনেক জটিল ধরনের হতে পারে। ছেলেদের হাতে গাড় রঙের মেহেদি দেওয়াই ভালো, যাতে অনেক দিন টেকসই হয়।
মেহেদি দেয়ার প্রক্রিয়া
সাধারণত বিউটিশিয়ান দিয়ে মেহেদি দেন অনেকেই, আবার অনেকেই নিজে দিতে পছন্দ করেন। নিজে দিতে হলে অবশ্যই মেহেদি দেওয়ার আগে হাত ভালো ভাবে ধুয়ে নিতে হবে। ন্যাচারাল মেহেদি দিলে সবথেকে ভালো হয়।
মেহেদি দেওয়ার পর ৬-৮ ঘণ্টা রাখলেই হবে। কিন্তু মেহেদি এর রং গাড় করার জন্য মেহেদি শুকিয়ে আসলে লেবু চিনি পানি মেহেদি উপর লাগান। এই কাজটি কয়েকবার করুন। লেবু চিনির পানি মেহেদি রং গাঢ় করে থাকে।
এখন বিভিন্ন মেহেদি পাওয়া যাচ্ছে যা ৫ মিনিটেই অনেক গাঢ় রঙ হয়ে যায়, কিন্তু এগুলো হাতে ঘন ঘন লাগানো উচিত না, যেহেতু এগুলোতে প্রচুর কেমিকেল থাকে। মেহেদির কোন ফ্রিজে রেখে দিলে হাতে দেয়ার আগে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। তারপর হাতে লাগান। মেহেদি হাত হতে উঠানোর পর হাতে সরিষা তেল ম্যাসাজ করুন। এই তেল হাত গরম করে যা মেহেদি রং গাঢ় করতে সাহায্য করবে।
শেষ কথা
বর্তমান এর সেরা কিছু মেহেদি এর ডিজাইন দেওয়ার চেস্টা করেছি। কিছু মেহেদি ডিজাইন পিকচার ও সাথে কিছু টিপস ও দেওয়া হয়েছে। আশা করি আপনাদের ভাল লেগেছে। আরো কিছু প্রশ্ন থাকলে বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন।