ফেসবুকে অনেকেই ইংরেজিতে ক্যাপশন দেই। কারণ হচ্ছে বাংলা ক্যাপশন এর অভাব। কিন্ত তার মানে এই না যে বাংলা তে ক্যাপশন এর জন্য কিছু নেই, বরং বাংলা ক্যাপশন সবার কাছে নেই। তাই আজকের আর্টিকেল এ আমরা কিছু বাংলা ক্যাপশন এর প্রকারভেদ সহ কিছু উদাহরন দিয়েছি। যা আপনি পছন্দমত কপি করে ব্যবহার করতে পারবেন।
ফেসবুক ফটো ক্যাপশন কি
বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কম। আর ফেসবুক ব্যবহার করলে অবশ্যই প্রোফাইলে, কভারে বা এমনি পোস্টে ছবি আপলোড করা হয়ে থাকে। ফেসবুকে আপলোড করা যেকনো ছবি এর সাথে যা লেখা থাকে তাকে ক্যাপশন বলে । ক্যাপশন ছাড়া ছবি যেন অপূর্ণ থাকে। আমরা ছবি আপলোড করার সময় যেমন সবথেকে সেরা ও সুন্দর ছবি আপলোড করি তেমনি সেই ছবি এর সাথে ক্যাপশনটি ও হতে হবে সুন্দর, মানানসই এবং ইউনিক। তবে মনে রাখতে হবে ছবি ছাড়া সুধু ক্যাপশন ব্যবহার করলে তা আর ক্যাপশন থাকে না, বরং স্ট্যাটাস হয়ে যায়।
ফেসবুক ফটো ক্যাপশন বাংলা
কোন উক্তি, কবিতা, শিক্ষামুলক বাক্য এমনকি ক্ষুদ্র গল্প ও দেওয়া যেতে পারে ক্যাপশন এ। তবে একটি ভালো ক্যাপশন এর বৈশিষ্ট্য হচ্ছে তা ছবি এর সাথে মিল থাকবে, সর্বোচ্চ ২ লাইন হবে (কবিতা হলে আলাদা কথা)। তবে ক্যাপশন এর মাধ্যমে মনের ভাব প্রকাশ ও করা যেতে পারে। এ সকল দিক মাথায় রেখে বাংলা ক্যাপশনকে কিছু ভাগে ভাগ করা যায়। আবার কিছু ক্যাপশন আছে যা কোনো নির্দিষ্ট ভাগে ভাগ করা যায় না। তাই আমাদের এখানে কিছু স্পেসিফিক ক্যাপশন এর উদাহরন দেওয়া হলো। যা আপনারা সহজেই কপি করে ব্যবহার করতে পারবেন।
- রোমান্টিক ছবির ক্যাপশন
- প্রোফাইল পিকচার ক্যাপশন
- কভার পিকচার ক্যাপশন
- মজার ক্যাপশন
- শিক্ষামুলক ক্যাপশন
রোমান্টিক ছবির ক্যাপশন
- প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় সব সুখ আমারি কাছে
- ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায়,সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায়
- চিরটা কাল থেকো আমার এমন করে কাছে, ডাকলে যেন কাছে এসো আমায় ভালোবেসে
- রাগ করো না প্রিয়, তোমায় বড় ভালোবাসি। তাইতো কত দূর থেকে তোমার কাছে আসি
- যদি জানতাম তোমার কষ্টের কারন হব, তাহলে সত্যি বলছি আমি কোনোদিন তোমার জীবনে আসতাম না। শুধু দুর থেকে ভালোবেসে যেতাম
প্রোফাইল পিকচার ক্যাপশন
- দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্ত ভেতর থেকে চেনা খুব কঠিন
- এ জীবনে অনেকেরই ভালো বন্ধু হয়েছি কিন্তু কারো প্রিয় বন্ধু হতে পারিনি
- জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়
- আয়নায় দেখা মানুষটাকে বিশ্বাস করবেন না। সে ঠিক আপনার উল্টো
- চাওয়ার অধিকার সবার থাকে, কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না
কভার পিকচার ক্যাপশন
- কঠিন রাস্তা অনেক সময় সুন্দর গন্তব্যের দিকে নিয়ে যায়
- বেশি ভালোবাসা ছাড়া ভালোবাসার আর কোনো চিকিৎসা নেই
- উদ্দেশ্যহীন জীবন চাকাবিহীন গাড়ির মতো
- মানবহৃদয় আয়নার মত, সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই
- অধিকার বোধ থাকুক, ভালেবাসায় জোর না করলেই ভালো। টুকটাক সন্দেহ রাখুক, খালি গোয়েন্দা না হয়ে গেলেই ভালো
মজার ক্যাপশন
দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো, তাহলে গরুর বাচ্চাই তো ইঞ্জিনিয়ার হতো
ভাবছি পড়ালেখা ছেড়ে দেব ,কবি বলেছেন, ভোগে নয় ত্যাগেই সুখ
দোষ হলো পাছার মতো, নিজেরটা ছাড়া অন্যের সবারটা দেখা যায়
ভেঙে মোর ঘরের তালা, কেউ আমারে নিয়ে পালা
আজ গরীব বলে কাপে চা খাই, বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম
শিক্ষামুলক ক্যাপশন
- ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে
- বিদ্যা সহজ, শিক্ষা কঠিন বিদ্যা আবরণে, শিক্ষা আচরনে
- দাম্ভিকতা চিরকাল থাকবে না তাই অহংকার পরিত্যাগ করুণ
- যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক
- স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা
উইনিক ফেসবুক ফটো কাপশন
- সৌন্দর্যই শক্তি; একটি হাসি তার তলোয়ার.
- তুমি হাসলেই জীবন সুন্দর.
- আমি জানি আমি কে, এবং আমি এটা নিয়ে গর্বিত।
- প্রতিদিন একটি সেলফি বন্ধুদের দূরে রাখে।
- নীরব থাকুন এবং আপনার সাফল্যকে চিৎকার করতে দিন।
- আমি সেলফি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছি।
- যে শয় সে রয় আর যে শয় না সে রই না।
- আমি জীবন ভালবাসি, আমি আমার ফটো ভালবাসি.
- আমি নিখুঁত নই কারন আমি ভুল করি, আমি মানুষকে আঘাত করি।
শেষকথা
এই ছিল ফেসবুক ফটো ক্যাপশন নিয়ে আমাদের আর্টিকেল। ভালো লাগলে অবশ্যই জানাবেন। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আর্টিকেলটি আপনাদের ফেসবুক ফটো ক্যাপশন দিতে সাহায্য করবে। যা ফেসবুক এর ফটো গুলির মান ও গুরুত্ব অনেক বাড়িয়ে দেবে। এ ছাড়াও আমাদের সাইটে আরো কিছু আর্টিকেল আছে যা আপনার ভালো লাগতে পারে। যেমনঃ ফুলের ছবি, গোলাপ ফুলের ছবি, ফেসবুক স্ট্যাটাস, মেহেদি ডিজাইন ইত্যাদি।